বিনামূল্যে চক্ষু সেবা ক্যাম্প আয়োজন

“আলোকিত মিরপুর” — অসহায় মানুষের চোখে ফিরলো আলোর দ্যুতি

লায়ন্স ক্লাব অব ঢাকা সাউথ ও Social Activity for Integrated Community (SAIC NGO)-এর যৌথ উদ্যোগে সফলভাবে সম্পন্ন হলো “বিনামূল্যে চক্ষু সেবা শিবির”
তারিখ: ২৮, অক্টোবর ২০২৫ ইং
স্থান: মিরপুর-১

“আলোকিত মিরপুর — “অন্ধত্ব দূরীকরণে সবার জন্য চক্ষু সেবা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে লায়ন্স ক্লাব অব ঢাকা সাউথ ও Social Activity for Integrated Community (SAIC NGO)-এর যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হলো একদিনব্যাপী বিনামূল্যে চক্ষু সেবা শিবির।
এই মানবিক উদ্যোগে শতাধিক দরিদ্র ও চিকিৎসা-বঞ্চিত মানুষ পেলেন বিনামূল্যে চোখের পরীক্ষা, ঔষধ, চশমা ও ছানি অপারেশনের সুবিধা।

প্রদানকৃত সেবা সমূহঃ
• ৩০০ রোগির বিনামূল্যে চক্ষু পরীক্ষা
• ১০০ ছানি রোগী শনাক্তকরণ ও অপারেশনের ব্যবস্থা
• বিনামূল্যে ঔষধ ও চশমা বিতরণ
• অন্ধত্ব প্রতিরোধে সচেতনতামূলক পরামর্শ

উক্ত চুক্ষ সেবা শিবিরে প্রধান অতিথি ছিলেন লায়ন ইঞ্জিনিয়ার সাইফুজ্জামান এমজেএফ, প্রেসিডেন্ট, লায়ন্স ক্লাব অব ঢাকা সাউথ, বিশেষ অতিথি ছিলেন সোহেলি ইয়াছমিন, নির্বাহী পরিচালক সাইক গ্রুপ এবং সভাপতিত্ব করেন লায়ন মো. সাইদুজ্জামান খান, ভাইস প্রেসিডেন্ট ও প্রোগ্রাম চেয়ারপারসন, লায়ন্স ক্লাব অব ঢাকা সাউথ।
লায়ন্স ক্লাব অব ঢাকা সাউথ ও SAIC NGO ভবিষ্যতেও সমাজের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য এমন মানবিক উদ্যোগ অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেছে।